প্রথম পৃষ্ঠা
বহিরাগত গুণ্ডাদের পাঠাচ্ছে বাংলায়, ভাড়া করে বাংলা শিখে এসেছে ওরা, তোপ মমতার
কলকাতা, ২২ মার্চ : “বহিরাগত গুণ্ডাদের পাঠাচ্ছে বাংলায়। ভাড়া করে বাংলা শিখে এসেছে ওরা। বিজেপি বিষধর সাপ যেখানে যাবে ছোবল মারবে“। সোমবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় ইন্দাসের সভায় এ কথা বলেন। তিনি বলেন, “গত আট নয় বছরে অনেক রাস্তা ঘাট তৈরি হয়েছে। ইন্দাসে জলের প্রকল্পও চলেছ। বাঁকুড়ায় প্রায় ২০০০ কোটি টাকার জলের প্রকল্প তৈরি হয়েছে। মাটিসৃষ্টি প্রকল্পও হবে। যে জমিতে ভাল চাষ হয় না সেই জমিগুলিকে সেচের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। ২৫ হাজার হেক্টর জমিতে এই কাজ হচ্ছে। প্রচুর ছেলে মেয়ে কাজ পাবেন। অনেকের চাকরি হবে।“
তৃণমূলনেত্রী বলেন, “দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ১০ হাজার টাকা করে পাবেন স্মার্টফোনের জন্য। ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড ছাত্রছাত্রীদের নামে থাকবে। ৪ শতাংশ সুদের হারে দেশে বিদেশে পড়াশোনা করতে পারবে।“ মমতা বলেন, “৩০ লক্ষ বাড়ি আমি তৈরি করে দেব। রেশন পান তো? যদি না পান নাম লিখিয়ে নেবেন। রেশন পাবেন। কৃষকরা একর প্রতি ১০ হাজার টাকা করে পাবেন। জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পাইপ লাইনে জল পৌঁছে যাবে। জলের সমস্যা মিটবে। এরই মধ্যে ৭০ হাজার মানুষের বাড়িত জল পৌঁছেও গিয়েছে : মমতা
মমতা বলেন, “মেয়েরাই আমার লক্ষ্মী। মেয়েরাই আমার সরস্বতী।“ এই সঙ্গে বলেন, “বিজেপি ভাবছে, ‘‘মমতার পা ভেঙে দিলাম। ও কিছু করতে পারবে না। বাড়িতে বসে থাকবে। ওরা আমাকে চেনে না। আমি ভাঙি তা-ই মচকাই না। যতক্ষণ শ্বাস থাকবে মা-মাটি -মানুষের কাজ ছাড়া অন্য কোনও কাজ করতে দেব না। আর মানুষের সঙ্গে থেকে যাঁরা কাজ করছেন, তাঁদেরও কাজ করতে হবে না হলে আমার সঙ্গে সম্পর্ক থাকবে না।’’