৬ এপ্রিল : নাইজেরিয়ার একটি কারাগার থেকে পালিয়ে গেল ১৮০০ জনেরও বেশি বন্দি । দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওই কারাগারে রকেটচালিত গ্রেনেড, মেশিনগান, বিস্ফোরক ও রাইফেল নিয়ে একদল দুষ্কৃতিদের হামলার পর এমন ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়ে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স ।
খবরে প্রকাশ আফ্রিকান দেশটির সবচেয়ে বড় শহর লাগোস থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে ওইরির কারাগারের প্রশাসনিক ব্লকে বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের প্রাঙ্গণে ঢুকে পড়েন হামলাকারীরা।সোমবার হামলার পর ১৮৪৪ জন বন্দি পালিয়েছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছে নাইজেরীয় কারেকশনাল সার্ভিস। হামলার জন্য নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী ইন্ডিজিনাস পিপল অব বিয়াফ্রাকে দায়ী করছে নাইজেরীয় পুলিশ। তবে এ ধরনের কোনও হামলার কথা অস্বীকার করেছে ওই গোষ্ঠীটি।