IMG-LOGO
বাড়ি কলকাতা গার্ডেনরিচে আগুন আতঙ্ক
কলকাতা

গার্ডেনরিচে আগুন আতঙ্ক

by Admin - 2021-04-07 09:16:54 1 Views 0 Comment
IMG

কলকাতা,৭ এপ্রিল: করোনা আবহের মাঝেই ফের শহরে আগুন আতঙ্ক । বুধবার গার্ডেনরিচে বৈদ্যুতিন সামগ্রীর গুদামে বিধ্বংসী আগুন । ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন ।

যত সময় বাড়ছে ততোই করোনা আতঙ্ক দিচ্ছে শহরবাসীকে । সেই আতঙ্কের মাঝেই এবার খাস কলকাতায় আগুন আতঙ্ক । বুধবার বেলা ১২. ২০ নাগাদ গার্ডেনরিচে এফসিআইয়ের একটি গুদাম থেকে আগুন বের হতে দেখা যায়। এরপরেই খবর দেওয়া হয় দমকলে । মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে যায় দমকলের ৬ টি ইঞ্জিন। কালো ধোঁয়ার ছেয়ে যায় এলাকা।