IMG-LOGO
বাড়ি কলকাতা করোনা-আক্রান্ত শ্যাম থাপা, স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
কলকাতা

করোনা-আক্রান্ত শ্যাম থাপা, স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

by Admin - 2021-04-07 09:38:52 1 Views 0 Comment
IMG

কলকাতা, ৭ এপ্রিল: কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। মঙ্গলবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত সুস্থ রয়েছেন প্রাক্তন ফুটবলার। সোমবারই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন তিনি। শ্যাম থাপা জানিয়েছেন, ‘‘খেতে সমস্যা হচ্ছিল বেশ কিছু দিন ধরেই। কোভিড পরীক্ষার ফল আসতেই আমি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন খেতে সমস্যা হচ্ছে না। আমি সুস্থ আছি।’’
শুধু নিজের সুস্থতার খবর দেওয়া নয়, সাধারণ মানুষের উদ্দেশেও বার্তা দিলেন প্রাক্তন ফুটবলার। তিনি বলেন, ‘‘এটা ভাবার কারণ নেই যে করোনা চলে গিয়েছে। তাই মাস্ক পরে চলতে হবে, দূরত্ব বিধি মেনে চলতে হবে। আমি সবটাই মেনে চলেছি তবে হ্য়ত কোনও ভাবে আক্রান্ত হয়ে গিয়েছি। তাই সকলকে আরও সতর্ক হতে অনুরোধ করব।’’ গত ২০ মার্চই করোনা-ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিয়েছিলেন শ্যাম থাপা।