IMG-LOGO
বাড়ি খেলা চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোকে হারিয়ে সেমিফাইনালের পথে চেলসি
খেলা

চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোকে হারিয়ে সেমিফাইনালের পথে চেলসি

by Admin - 2021-04-08 11:12:07 1 Views 0 Comment
IMG

সেভিয়া, ৮ এপ্রিল: চ্যাম্পিয়ন লিগে পোর্তোকে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল চেলসি৷ বুধবার রাতে সেভিয়ায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারায় ৷ আগামী মঙ্গলবার ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল৷ 
করোনা ভাইরাস পরিস্থিতিতে ভ্রমণে বিধিনিষেধের কারণে শেষ আটে চেলসি ও পোর্তোর দুই লেগের লড়াই সেভিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও জয় তুলে নেয় চেলসি। সেই সঙ্গে প্রথম লেগে পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে কিছুটা হলেও এগিয়ে গেল টমাস টুখেলের দল। শেষ ষোলোর দুই লেগেই অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে চেলসি৷ টুখেল দায়িত্ব নেওয়ার পর সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর প্রিমিয়র লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে হারে চেলসি। প্রিমিয়র লিগে বড় হার আর মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর চ্যাম্পিয়ন্স লিগে চেলসির জয় নি:সন্দেহে স্বস্তি দেবে কোচ টুখেলকে৷
ম্যাচের ৫৫ মিনিটে পোর্তোর ফরোয়ার্ড লুইস দিয়াসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে আর বেশি সুযোগ পায়নি পোর্তো৷ ৮৫ মিনিটে চিলওয়েলের গোলে ব্যবধান বাড়ায় চেলসি। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন এই ইংলিশ ডিফেন্ডার।