IMG-LOGO
বাড়ি আন্তর্জাতিক টেক্সাসে বন্দুকবাজের গুলিতে মৃত্যু একজনের, জখম আরও ৫ জন
আন্তর্জাতিক

টেক্সাসে বন্দুকবাজের গুলিতে মৃত্যু একজনের, জখম আরও ৫ জন

by Admin - 2021-04-09 08:11:09 1 Views 0 Comment
IMG


টেক্সাস, ৯ এপ্রিল : মার্কিন মুলুকে আবারও বন্দুকবাজের হামলা। এবার আমেরিকার পূর্ব টেক্সাসের ব্রায়ান শহরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন একজন, আততায়ীর গুলিতে জখম হয়েছেন আরও ৫ জন। পরে ওই আততায়ীকে নিজেদের হেফাজতে নিয়েছে ব্রায়ান পুলিশ। আমেরিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরের ঘটনা।
পুলিশ প্রধান এরিক বাসকে জানিয়েছেন, দুপুর প্রায় ২.৩০ মিনিট নাগাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কার কেন্ট মুর ক্যাবিনেটসে আততায়ী হামলা সম্পর্কে জানতে পারেন অফিসাররা।বন্দুকবাজের গুলিতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় আরও ৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আততায়ী কেন্ট মুর ক্যাবিনেটসের একজন কর্মী, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। কী কারণে সে হামলা চালাল তা জানা যায়নি।