IMG-LOGO
বাড়ি কলকাতা ফের স্থগিত জয়েন্ট এন্ট্রান্স মেন
কলকাতা

ফের স্থগিত জয়েন্ট এন্ট্রান্স মেন

by Admin - 2021-05-04 14:05:06 1 Views 0 Comment
IMG


কলকাতা,  ৪ মে : করোনা কাঁটায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া জোগাড় সকলের। গত বছর এই সময় করোনা কাঁটায় লকডাউন ছিল দেশ তথা শহরজুড়ে। যার জেরে বন্ধ ছিল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। এই বছর সব জায়গায় লকডাউন না হলেও ফের স্থগিত জয়েন্ট এন্ট্রান্স মেন । করানো হানা কিছুতেই পিছু ছাড়ছে না দেশবাসী তো তথা শহরবাসীর । 
গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এই পরিস্থিতিতে ফের দেশজুড়ে স্থগিত সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন-এর পরীক্ষা। পাশাপশি এপ্রিলের পর মে মাসের পরীক্ষাও আপাতত স্থগিত। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী টুইট করে লেখেন,'জেইই-মেনসের মে সেশনের পরীক্ষা স্থগিত করে দেওয়া হচ্ছে' । উল্লেখ্য, আগামী ২৪ মে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল ।