IMG-LOGO
বাড়ি ভ্রমণ ফের তুষারপাত, বরফের চাদরে মুখ ঢাকল সান্দাকফু
ভ্রমণ

ফের তুষারপাত, বরফের চাদরে মুখ ঢাকল সান্দাকফু

by Admin - 2021-03-14 10:48:23 1 Views 0 Comment
IMG

দার্জিলিং, ১৪ মার্চ: পাহাড়ে তুষারপাত। বরফের সাদা চাদরে মুখ ঢাকল সান্দাকফু। শনিবার রাতভর তুষারপাতের পরে রবিবার বরফে ঢেকে গিয়েছে টংলু, ধোতরের মত পাহাড়ি গ্রামগুলির ঘরবাড়ি, পথঘাট। সংখ্যায় কম হলেও পর্যটকেরা আবহাওয়া উপভোগ করছেন বেশ খোশ মেজাজেই। 

তুষারপাতের ফলে ঠাণ্ডায় জবুথবু পর্যটকেরা জানিয়েছেন, হোমস্টে থেকে দার্জিলিংয়ের বিখ্যাত গরম চায়ের কাপে চুমুক দেওয়া ও সামনে বরফে ঢাকা সান্দাকফুর মনোরম দৃশ্য উপভোগ করা সত্যিই জীবনের সেরা প্রাপ্তির মধ্যে একটি। 

ফেব্রুয়ারির শেষে সান্দাকফু অঞ্চলে তুষারপাত স্বাভাবিক ঘটনা। মাঝে মার্চের তুষারপাতের ফলে বিদায়বেলায় পাহাড়ে ঘুরে দাঁড়াল শীত।  পাহাড়ের তুষারপাতের পাশাপাশি পার্বত্য জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।  তুষারপাতের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে পার্বত্য জেলাগুলিতে।